ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লোডশেডিংয়ের প্রতিবাদে প্রেসক্লাবে বিএনপির সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
লোডশেডিংয়ের প্রতিবাদে প্রেসক্লাবে বিএনপির সমাবেশ

ঢাকা: বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

শনিবার (৩০জুলাই) সকাল দশটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম।

মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও জাতীয় নেতারা।  

সমাবেশে উপস্থিত আছেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, মহানগর দক্ষিণের নেতা তানভীর আহমেদ রবিন, হাবিবুর রশীদ হাবীব, আরিফা সুলতানা রুমা, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের মামুন হাসান, মোনায়েম মুন্না, এসএম জাহাঙ্গীর হোসেন, গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, মৎস্যজীবী দলের আব্দুর রহীম, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, জাসাসের জাকির হোসেন রোকন প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন থানা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দিয়েছেন।

এর আগে একই দাবিতে শুক্রবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১জুলাই) সারাদেশের জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।