ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ জুলাই) এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, অমিত হাবিব তার সমসাময়িক সাংবাদিকদের মধ্যে অনুকরণীয় হয়ে থাকবেন।

 

তিনি আরও বলেন, অমিত হাবিবের মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশ হারালো একজন দেশপ্রেমী খ্যাতিমান সাংবাদিককে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এমএইচ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।