ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
খুলনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বাবু শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুন্সি মাহাবুব আলম সোহাগ, জেড এ মাহমুদ ডন, আলি আকবর টিপু, শেখ মোহাম্মদ মোশারফ হোসেন, অধ্যাপিকা রুনু ইকবাল বিথার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি এম এ নাসিম ও আলোচনা সভায় সঞ্চালনা করেন সম্পাদক আসাদুজ্জামান রাসেল। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।