ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হচ্ছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হচ্ছে: ফখরুল

ঢাকা: মাথাপিছু আয় বেশি দেখাতে সরকার দেশের জনসংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেকোনো মানুষ বুঝবে যে, আমাদের হিসাবে আসে প্রায় ১৮ কোটি মানুষ। সেখানে ১৬ কোটি মানুষ দেখালে তো মাথাপিছু আয় বেশি দেখানোর সুবিধা হবেই।

জনশুমারির গণনা নিয়ে সরকারের মন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, এবার জনশুমারির গণনায় তারাই স্বীকার করেছেন যে, জনশুমারির গণনা সঠিক হয়নি, বাড়ি বাড়ি যায়নি। একটা বাড়িতে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করেছে যে, এই বাড়িতে কতজন লোক খায়। ও (দারোয়ান) তো এতো সব বুঝে না। সে বলেছে যে, দিনের বেলা দুইজন খায়, রাতের বেলা চারজন খায়। এই যে বিষয়গুলো…এটা তো জনশুমারি হতে পারে না।

তিনি বলেন, এসব করে মানুষকে বিভ্রান্ত করা, প্রতারণা করা। পুরো সরকারটাই প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে। এটা একটা টোটালি ফেক গভার্মেন্ট।

বুধবার ২০২২ সালের জনশুমারির তথ্য প্রকাশ করে সরকার বলছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

মির্জা ফখরুল ইসলাস আলমগীর বলেন, রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে মহিউদ্দিন রনি আন্দোলন শুরু করেছিলেন। আমার স্ত্রী বলেছিলেন যে, দেখো কোনো রাজনীতি করে না, কিছু করে না, সেই ছেলে কত ভালো কাজ করছে। সব মানুষকে নিয়ে আসছে। আমি সেদিনই তাকে (স্ত্রী) বলেছিলাম যে, দেখো খুব শিগগিরই দেখবে যে, এটা আওয়ামী লীগের একটা কৌশল, তা প্রমাণিত হবে। রনি ঠিকই প্রতিবাদী মিটিং শেষ করে গিয়ে আওয়ামী লীগের অফিসে ঢুকেছে। এটা হচ্ছে বিভিন্ন কৌশল, ডাইভারশন। সংকটের যে মূল জায়গাটা গণতন্ত্র নেই বলেই তো সাম্প্রদায়িক এই হামলা বার বার ঘটছে, গণতন্ত্র নেই বলেই মানুষের যে অধিকার সেই অধিকার রক্ষা করা যাচ্ছে না, গণতন্ত্র নেই বলেই আজকে জবাবদিহিতা নেই, পার্লামেন্ট নেই, যা খুশি লুটপাট করে নিয়ে যাচ্ছে। লোডশেডিংয়ের কারণও তাই। এ বিষয়গুলো করার উদ্দেশ্যে হচ্ছে আমরা যাতে ডাইভারটেড হই, আসল জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এ কাজগুলো করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।