ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কৃষকদলের জয়পুরহাট জেলার আংশিক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
কৃষকদলের জয়পুরহাট জেলার আংশিক কমিটি গঠন

ঢাকা: কৃষকদল জয়পুরহাট জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মো. সেলিম রেজা ডিউককে আহ্বায়ক এবং কাজী মো. মনজুরে মওলা পলাশকে সদস্য সচিব করে জয়পুরহাট জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আংশিক এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।