ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গণভবন থেকে বেরিয়ে জনগণের দুঃখ-কষ্ট দেখুন: নুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
গণভবন থেকে বেরিয়ে জনগণের দুঃখ-কষ্ট দেখুন: নুর

ঢাকা: সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, প্রধানমন্ত্রীকে বলব আপনি গণভবন থেকে বের হন, জনগণের দুঃখ-কষ্ট দেখেন। আপনার সামনে একটা কাঁচের দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন, আপনি এখন ভার্চুয়াল মাধ্যমে আছেন।

আপনি সরাসরি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ আপনার নিরাপত্তার হুমকি রয়েছে। আপনাকে এই বন্দি দশায় যারা রেখেছে তাদের কথায় কর্ণপাত না করে সরাসরি জনগণের কাছে যান।

মঙ্গলবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, 'বিরোধী দলের নেতা-কর্মীদের একটা মেসেজ দিয়ে রাখতে চাই। এই সরকার পৈচাশিক  পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। বিরোধীদলের কিছু নেতা-কর্মীর তালিকা করা হয়েছে। তাদেরকে গুম বা হত্যা করা হবে। তারপর আবারও একটা ভীতসন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করে ২০১৪ এর মতো বিনা ভোটে নির্বাচন করে তারা ক্ষমতায় থাকার খোয়াব দেখছে৷'

তিনি বলেন, 'বিরোধী দলগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে রাজপথে নামে, ক্ষমতায় থাকার সেই খোয়াব দুঃস্বপ্নে পরিণত করবে। কারণ আজকে তরুণ সমাজের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয়নি। যে যার জায়গা থেকে প্রতিবাদে নেমে পড়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই বিনা ভোটের দুর্বৃত্তের  সরকারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে পাড়া মহল্লায় গণজাগরণ সৃষ্টি করা। '

সাবেক এই ডাকসু ভিপি বলেন, 'বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান। রেলের দুর্নীতি-অনিয়ম, আরেকটি জ্বালানি ও বিদ্যুৎ। রেলের কালো বিড়াল চলে গেছে, কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি। একজনের পর আরেকজন আসছে। এই সরকার যে উন্নয়নের মিথ্যা বুলি আমাদের দেখাচ্ছে, সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে। '

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের রাশেদ খান, বিন ইয়ামিন মোল্লাসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ঘণ্টা, ২৬ জুলাই, ২০২২
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।