ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। কর্মসূচিতে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

 

আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই বিক্ষোভ কর্মসূচি পালন হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন। এছাড়া মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, যুব মহিলালীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে গত বুধবার (২১ জুলাই) সন্ধ্যার পর রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড় এলাকায় পথসভার আয়োজন করেছিলো বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ বলেন, ‘শেখ হাসিনা ৯০ বছরের বুড়ার কাছ থেকে তীলক (কপালে টিপ) নিয়ে এসেছিল। ৪০-৫০ বছরের মহিলা তখন তার স্বামী জীবিত ছিল। আর এই মহিলার পছন্দ হয় না তার (শেখ হাসিনা) স্বামীকে। আর তাই পশ্চিম বাংলার জ্যোতি বসুর কাছ থেকে ফোটা দিয়ে আসছিলো। ’

জিয়াউর রহমানই শেখ হাসিনাকে লন্ডন থেকে নিয়ে এসেছিল উল্লেখ করে চাঁদ বলেন, ‘শেখ হাসিনাকে সেদিন এই জিয়াউর রহমান সাহেব লন্ডন থেকে নিয়ে এসেছিল। তার বাপ (শেখ মুজিবুর রহমান) বাকশাল তৈয়ার (তৈরী) করে গেছিল। পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্র করার মাধ্যমে শেখ হাসিনাকে গণতন্ত্র করার পর…না হলে তো শেখ হাসিনা আজও দেশে আসতে পারতো না। ’

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে চাঁদ বলেন, ‘আগামী দিন আমরা একমত থাকবো নাকি? কিছু কিছু মানুষ শাহরিয়ার (পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম) চক্রান্তে রাতের অন্ধকারে মিল হয়। ওই বিএনপি আর করতে হবে না। বিএনপি করতে হলে কোনো ভায়া চলবে না। বিএনপি করতে হলে তারেক রহমানের বিএনপি করতে হবে। ’

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির এই নেতার এমন বক্তব্যের প্রতিবাদে চারঘাট-বাঘাসহ পুরো রাজশাহীতে প্রতিবাদের ঝড় উঠেছে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এসএস/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।