ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

পাঁচবিবির বিএনপি নেতা শামীম হোসেন বহিষ্কৃত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
পাঁচবিবির বিএনপি নেতা শামীম হোসেন বহিষ্কৃত

ঢাকা: জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এমএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।