ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর চায়ে ধুতুরা ফুল থাকবে কিনা প্রশ্ন রিজভীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
প্রধানমন্ত্রীর চায়ে ধুতুরা ফুল থাকবে কিনা প্রশ্ন রিজভীর

ঢাকা: প্রধানমন্ত্রীর চায়ে ধুতুরার ফুল থাকবে না হেমলকের রস থাকবে তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনি চায়ের দাওয়াত দিচ্ছেন। আমরা ঘেরাও করতে গেলে আপনি চা খাওয়াবেন। হঠাৎ আপনার গলার স্বর এভাবে নিন্মগামী হলো কেন? অদ্ভুদ ব্যাপার। আপনার গলার স্বর যখন ক্ষীণ হয় তখন বুঝতে হয় বিরোধী দলের ওপর হয়তো আরও ভয়ঙ্কর নির্যাতন নিপিড়ণ নেমে আসছে।

তিনি বলেন, আপনি এর আগেও বিএনপির নেতাদের বলেছিলেন, আপনারা মামলার কাগজপত্রগুলো পাঠান। এরপরে আমরা দেখেছি আরও ব্যাপকভাবে মামলা দিয়েছেন। বিএনপির যে নেতা মারা গেছেন সেই লাশের নামে, যিনি হজ করতে গেছেন তার নামে। যিনি হাসপাতালে চিকিৎসারত আছেন তার নামে। আমার খায়রুল কবির খোকন ঠিকই বলেছেন, এ চায়ের দাওয়াতে আবার কি আছে? ওই চায়ের মধ্যে ধুতুরার ফুল থাকবে নাকি হেমলকের রস থাকবে?

রিজভী বলেন, আপনারা জানেন হেমলকের রস পান করিয়ে প্রাচীন গ্রীকের একজন দার্শনিককে হত্যা করা হয়েছিল। মানুষের আজকে প্রশ্ন বিরোধী দলের নেতাদেরকে ডেকে শেখ হাসিনা কি খাওয়াবেন। চায়ের মধ্যে কি দেবে, ধুতুরার ফুল নাকি হেমলকের রস।

রিজভী আহমেদ আরও বলেন, আজকের প্রতিবাদ সমাবেশে কেন, মসজিদে সরকার বিদ্যুৎ দেবে না। মসজিদে নামাজ পড়তে ১০-১৫ মিনিট লাগে। অথচ সেখানে বিদ্যুৎ দেবে না। কিন্তু অন্যান্য অপ্রয়োজনীয় জায়গায় দেবে। ডিপার্টমেন্টাল স্টোরে থাকবে, নাইট ক্লাবে থাকবে। সবজায়গায় থাকবে। এর প্রতিবাদে ওলামা দল প্রতিবাদ সমাবেশ করছে। এর সঙ্গে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে সরকারের লোকজন যেভাবে কদাচার, কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, সেটারও প্রতিবাদ তারা করছেন।

জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।