ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শোকের মাসের কর্মসূচি চূড়ান্ত করতে আওয়ামী লীগের যৌথসভা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
শোকের মাসের কর্মসূচি চূড়ান্ত করতে আওয়ামী লীগের যৌথসভা শনিবার

ঢাকা: শনিবার (২৩ জুলাই) আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর যৌথসভা আহ্বান করা হয়েছে ৷ এ সভায় শোকের মাস আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হবে ৷

এদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে যৌথসভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

সুত্র জানায়, আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে শোকের মাস ৷ ১৯৭৫ সালে এ মাসের ১৫ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ঘাতকরা হত্যা করে ৷ প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করবে ৷ যৌথসভায় মাসব্যাপী কর্মসূচি নির্ধারণ বরা হবে ৷

এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।