ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে এমপি আদেলকে অবাঞ্ছিত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
সৈয়দপুরে এমপি আদেলকে অবাঞ্ছিত ঘোষণা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় পার্টির সভায় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৮টায় স্থানীয় দলীয় কার্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল দিদার দিপু, শফিউল আলম সুজন, শামসুদ্দীন অরুণ, রওশন মাহানামা, সদস্য রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, ফেরাজ উদ্দিন ফেরাজ, আলতাফ হোসেন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রাকিব খাঁন প্রমুখ।

সভায় বক্তারা সৈয়দপুর উপজেলায় ইতিবাচক উন্নয়নে বৈষম্য ও দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এমপি আদেলকে সৈয়দপুর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া আগামী ২৪ জুলাই ইউনিয়ন কমিটি গঠনের পর আগামী ৩০ জুলাই সাধারণ সভার আহ্বান করা হবে। এতে এমপি আদেলের সকল নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা হবে বলে জানান নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।