ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ -ছবি : শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ  বিএনপি।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত রয়েছেন।

মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে উপস্থিত আছেন গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, মহানগর বিএনপি নেতা নবি উল্লা নবী, ইউনূস মৃধা, ফখরুল ইসলাম রবিন প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।