ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

অসুস্থ আ.লীগ নেতার শয্যা পাশে রাজশাহী জেলা প্রশাসক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
অসুস্থ আ.লীগ নেতার শয্যা পাশে রাজশাহী জেলা প্রশাসক

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারকে দেখতে যান জেলা প্রশাসক আব্দুল জলিল।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারকে দেখতে রামেক হাসপাতালের ৫ নম্বর ভিআইপি কেবিনে যান তিনি।

এ সময় জেলা প্রশাসক আব্দুল জলিল অসুস্থ জেলা আওয়ামী লীগ নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন। এরপরে চিকিৎসকদের সঙ্গে তার উন্নত চিকিৎসার বিষয়ে আলাপ-আলোচনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।