ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সফর আলী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সফর আলী গ্রেফতার

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে ১৪০ পিস ইয়াবাসহ মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফর আলীকে (২৩)  গ্রেফতার করেছে পুলিশ। সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় ইউনিয়ন ছাত্রলীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন ও সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার আবুতোরাব বাজারের স্কুল রোড এলাকায় মফিজ এর মেশিনারিজ স্টোরের সামনে থেকে সফর আলীকে গ্রেফতার করা হয়। তিনি মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের দুই নাম্বার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
 
যোগাযোগ করা হলে মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, কেউ যদি অপকর্ম করে তার দায়ভার সংগঠন নেবে না। আমার ইউনিয়ন কমিটির ২ নাম্বার সাংগঠনিক সম্পাদক সফর আলী সংগঠন বিরোর্ধী কার্যকলাপে লিপ্ত থাকায় উপজেলা ছাত্রলীগের পরামর্শক্রমে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল বলেন, ছাত্রলীগে কোনো মাদকসেবীদের জায়গা নেই। একজন মাদক ব্যবসায়ীর জন্য একটা ইউনিয়ন ছাত্রলীগের বদনাম হোক তা আমরা চাই না। তাই তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।