ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তবে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল নিয়ে অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকার বাইরে যেতে পারেননি নেতাকর্মীরা।

এর আগে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল।

সমাবেশে বরিশাল (দক্ষিণ) জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ।

এ সময় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন পিকলু, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহান, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদসহ মহানগর ও জেলা যুবদলের নেতারা।

এর আগে, যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

এদিকে সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়, যদিও পরে পুলিশি ব্যারিকেট অতিক্রম করে সদররোডে মিছিল নিয়ে ওঠেন নেতাকর্মীরা। কিন্তু কিছু সময়ের মধ্যেই অশ্বিনী কুমার হলের অন্য গেট দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।