ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব অ্যান্ডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির নিজস্ব প্যাডে আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর অনুমোদিত বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ বিধায় সংগঠনের পুনর্গঠন কার্যে উক্ত কমিটি যথারীতি বিলুপ্ত ঘোষণা করা হইল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত শাখার অনুকূলে গঠিত সাংগঠনিক টিম যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

এর ফলে সাবেক এমপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের আহ্বায়ক পদসহ সব সদস্য পদ বিলুপ্ত হয়ে গেছে। এখন থেকে তাদের এ কমিটির কোনো বৈধতা রইলো না।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।