ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে নাশকতা মামলায় ছাত্রদল নেতা সাইফুল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
কিশোরগঞ্জে নাশকতা মামলায় ছাত্রদল নেতা সাইফুল গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৬ জুলাই) দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুল ইসলাম জেলা শহরের গাইটাল নামাপাড়া এলাকার ইন্তু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালের দিনে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়। এ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন সাইফুল। এরপর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ জুলাই) দুপুরে কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি সাইফুল ইসলাম। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।