ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

হত্যার বিচার একদিন হবেই: মামুন হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
হত্যার বিচার একদিন হবেই: মামুন হাসান

ঢাকা: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেছেন, সরকার বিরোধী মত দমন করার জন্য বিএনপি নেতাকর্মীদের হত্যায় মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় যশোরের যুবদল নেতাকে হত্যা করা হয়েছে।

হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না। ক্ষমতায় টিকে থাকা যাবে না। আজকের এই হত্যার বিচার একদিন এই মাটিতেই হবে।

বুধবার (১৩ জুলাই) যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনির জানাজার আগে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে যশোর শহরের শংকরপুর আকবরের মোড় এলাকায় প্রকাশ্যে ছুরি মেরে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে হত্যা করে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান যশোর যান। তিনি বদিউজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও জানাজায় অংশ নেন।

এসময় তার সঙ্গে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ নেতারা।

জানাজায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ঢাকা থেকে যাওয়া কেন্দ্রীয় যুবদলের নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।