ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাপার মতবিনিময় সভা মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাপার মতবিনিময় সভা মঙ্গলবার

ঢাকা: পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সফল করতে মঙ্গলবার (১২ জুলাই) সভা করবে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (১১ জুলাই) গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয়  মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি  সফল করতে মঙ্গলবার বিকেল ৫ টায় রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এতে সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দলের মহাসচিব অ্যাড. মো. মুজিবুল হক চুন্নু এমপি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।