ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল 

ঢাকা: খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার (০৯ জুলাই) সন্ধ্যায় কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে মশাল মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে আরো অংশ নেন যুবদলের নেতা শফি উদ্দিন আহমেদ সেন্টু, রবিউল ইসলাম নয়নসহ শতাধিক নেতাকর্মী।    

মশাল মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। দুর্নীতি, টাকা পাচার ও লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ সংকটে লোডশেডিংয়ে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। দ্রব্য মূল্য এখন আকাশ ছোঁয়া। এ অবস্থা চলতে পারে না। অচিরেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমএইচ/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।