ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: গণফোরাম

ঢাকা: দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শুভেচ্ছা বার্তায় তারা বলেছেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন এবং ফিরে আসুক জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি।

শনিবার (০৯ জুলাই) শুভেচ্ছা বার্তায় তারা দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করেন এবং ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশার কথা জানান।  

তারা বলেন, নানান সংকট ও ষড়যন্ত্রের মধ্যে দেশবাসী দিন অতিবাহিত করছে। ক্ষমতাসীন সরকার জনবান্ধব নয় বলে জনতার দুর্ভোগের শেষ নেই বিশেষভাবে বন্যা কবলিত বানভাসি জনগণ। অবিলম্বে ঈদের আনন্দ থেকে বানভাসি জনগণ যাতে বঞ্চিত না হয় সে সব ব্যবস্থা গ্রহণ করুন। জীবন-জবানসহ জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা নেই। তবুও আমরা গণফোরাম আশাবাদী জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে হার মানবে অগণতান্ত্রিক স্বৈরাচারী অপশক্তি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমএইচ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।