ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

এমপি মমতাজকে নিয়ে অশালীন বক্তব্য, ছাত্রলীগ নেতাকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
এমপি মমতাজকে নিয়ে অশালীন বক্তব্য, ছাত্রলীগ নেতাকে নোটিশ এমপি মমতাজ

বরিশাল: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জের
ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে।

এরই মধ্যে ছাত্রলীগের এ নেতাকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

হাবিবুর রহমান বাকেরগঞ্জ ইউনিয়নের কলসকাঠী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

নোটিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান এমপি মমতাজ বেগম সম্পর্কে ফেইসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য দিয়েছেন।
যা দলের ভাবমূর্তি নষ্ট করার সামিল হওয়ায় বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসে।

এ অবস্থায় গত বৃহস্পতিবার হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেয় উপজেলা ছাত্রলীগ।
অন্যথায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হযেছে।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি খর্ব হয়েছে। ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কেন এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তা জানতে চাওয়া হয়েছে। যথাযথ
কারণ না দেখাতে পারলে তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।