ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা সিটি মেয়রকে শপথ করালেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
কুমিল্লা সিটি মেয়রকে শপথ করালেন প্রধানমন্ত্রী ছবি: শাকিল আহমেদ

ঢাকা:  শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ শপথ বাক্য পাঠ করান৷

মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা তার সরকারি বাসভবন (গণভবন) থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান এবং এর পর পরই নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা মেয়র ইরফানুল হক রিফাতকে শপথ বাক্য পাঠ করানোর পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন- স্থানের সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময় ১২৪১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এসকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।