ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের কমিটি অনুমোদন

ঢাকা: গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের কমিটি অনুমোদন করা হয়েছে।  

সোমবার (৪ জুলাই) শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

তিনি জানান, ফয়সাল আহামেদ সরকারকে আহ্বায়ক এবং মোঃ আব্দুল মোমেনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর মহানগরের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

এছাড়া এস এম আসলামকে আহ্বায়ক এবং মো. ফারুক হোসেনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগরের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম কমিটি দুটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা,  জুলাই ০৪, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।