ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সম্মেলন হয় না ১৩ বছর

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৯, ২০২২
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

যশোর: মেয়াদোর্ত্তীণের দীর্ঘ ১৩ বছর পর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।  

মঙ্গলবার (২৮ জুন) কমিটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের যশোর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে সভাপতি-সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য আহ্বায়ন জানানো হয়েছে।  

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।  

ওই সম্মেলনে আসাদুজ্জামান মিঠুকে সভাপতি ও নূরে আলম মিলনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এদিকে দীর্ঘদিন পর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়াতে নতুন কমিটির গঠন প্রক্রিয়া শুরু হওয়াতে পদ প্রত্যাশীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

পদ-প্রত্যাশীদের দাবি, বির্তকিতব্যক্তিদের বাদ দিয়ে ত্যাগী মেধাবী ও ত্যাগী তরুণ সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি এস এম নিয়ামত উল্লাহ বলেন, মেয়াদোর্ত্তীণের দীর্ঘদিন পর কমিটি বিলুপ্ত হওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বায়ন সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনের। আগামীতে যুবলীগ-ছাত্রলীগের ন্যায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ হবে শক্তিশালী। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।