ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুর জেলা ও সব উপজেলা-পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
শরীয়তপুর জেলা ও সব উপজেলা-পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

শরীয়তপুর: শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং এ দলের জেলার অন্তর্গত সব উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।  

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

ওই চিঠি থেকে জানা গেছে, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলার অন্তর্গত সব উপজেলা ও পৌরসভা কমিটির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।