ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বন্যার্তদের অবহেলা করছে সরকার: এলডিপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
বন্যার্তদের অবহেলা করছে সরকার: এলডিপি

ঢাকা: সিলেট-সুনামগঞ্জসহ বন্যার্তদের সরকার অবহেলা করছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। বলেছেন, ‘সরকার বন্যাক্রান্ত এলাকায় ত্রাণ দিতে ব্যর্থ হয়েছে।

তারা মানুষের পাশে নেই। বন্যার্তরা সরকারের অবহেলায় পড়েছে।

রোববার (২৬ জুন) নেত্রকোনা জেলার জারিয়া বাজারে (গাওকান্দিয়া ইউনিয়ন) বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

এদিন এলডিপির উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, মরিচ, লবনসহ নানা পণ্য বিতরণ করা হয়। প্রতি প্যাকেট প্রায় ১০ কেজি ওজনের।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব চাষী এনামুল হক, এস এম বেলাল, মাসুম আব্বাসী, মহিলা দল নেত্রী নিলা শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।