ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সন্ধ্যায় খালেদা জিয়াকে বাসায় নেওয়া হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ২৪, ২০২২
সন্ধ্যায় খালেদা জিয়াকে বাসায় নেওয়া হবে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় বাসায় নেওয়া হবে। শারীরিক পুরোপুরি সুস্থ না হলেও বাসায় রেখে তার চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক টিমের প্রধান প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী।

এদিন বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ডা. এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার বিভিন্ন অসুস্থতা রয়েছে। সেজন্য আমরা আগেও বলেছি তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়া দরকার। আমরা চিকিৎসা দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছি। এর চেয়ে বেশি সক্ষমতা আমাদের নেই।  

তার শারীরিক যা অবস্থা তাতে এখনও বিদেশে নেওয়া সম্ভব বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রফেসর ডা. শাহাবুদ্দীন তালুকদার, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. শেখ ফরিদ আহমেদ, ডা. আবদুল্লাহ আল মামুন, ডা. জাফর ইকবাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।