ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

২৩ জুন সিলেটে ত্রাণ দেওয়া শুরু করবে কৃষক দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
২৩ জুন সিলেটে ত্রাণ দেওয়া শুরু করবে কৃষক দল

ঢাকাঃ সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ত্রাণ কার্যক্রম শুরু করবে কৃষক দল।

বৃহস্পতিবার (২৩ জুন) এ কার্যক্রম শুরু করা হবে।

এর আগে, মঙ্গলবার (২১ জুন) কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ত্রাণ বিতরণ শুরু হবে। অবশ্য প্রথম থেকেই দলের স্থানীয় নেতাকর্মীরা ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে আসছেন।

শহিদুল ইসলাম আরও বলেন, বন্যা কবলিত সুনামগঞ্জে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ কৃষকদল ও বিএনপির  কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়ঃ ০৮৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।