ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আ. লীগ নেতাদের শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আ. লীগ নেতাদের শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে

পিরোজপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে। সবাই একত্রিত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।

নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে হবে।  

শনিবার (১৮ জুন) দুপুরে পিরোজপুরে স্বরূপকাঠী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, নিজ অর্থায়নে নির্মিত পদ্মা সেতু আজ উদ্বোধনের পথে। সেটাকে নিয়েও আজ ষড়যন্ত্র হচ্ছে। এই সেতুর মাধ্যমে বহু মানুষের ভোগান্তির অবসান হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য আনিসুর রহমান, গোলাম রব্বানী চিনু প্রমুখ।

স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফুয়াদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য ও পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শহিদ-উল-আহসানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর পর আজ পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।