ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা শামসুল আলমের মৃত্যুতে সালাম-মজনুর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
বিএনপি নেতা শামসুল আলমের মৃত্যুতে সালাম-মজনুর শোক ফাইল ছবি

ঢাকা: ঢাকা মহানগর বিএনপির সাবেক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুন্সি শামসুল আলম চৌধুরীর মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বৃহস্পতিবার (১৬জুন) দিনগত রাত ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুন্সি শামসুল আলম চৌধুরীর মৃত্যু হয়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  


শুক্রবার (১৭জুন) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মুন্সি শামসুল আলম চৌধুরী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের বলিষ্ঠ অনুসারী ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার সাহসী অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন বন্ধুবৎসল, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

শোকবার্তায় মুন্সি শামসুল আলম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমএইচ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।