ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ১৬, ২০২২
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার(১৬জুন) বিকেলে মহাখালী গাউছুল আজম জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এছাড়াও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।