ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ১৫, ২০২২
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জুন) বিকেলে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব এই দোয়া ও মোনাজাতের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সভাপতিত্ব করেন চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা দুলদুল বারী। সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন মেজু।

এ সময় হাসপাতালে ভর্তি খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের এবং দেশের জন্য দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।