ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় মাদক সেবনের অভিযোগে যুবদলের দুই নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
তালায় মাদক সেবনের অভিযোগে যুবদলের দুই নেতা গ্রেফতার আতিয়ার ও সাঈদ

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় মাদক সেবনের অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) ভোরে তালার মেলাবাজার ও রহিমাবাদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তালা উপজেলা যুবদলের আহ্বায়ক ও তালা সদরের মেলাবাজার এলাকার বাসিন্দা মির্জা আতিয়ার রহমান (৪৮) ও বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক তালার রহিমাবাদের বাসিন্দা সাঈদুর রহমান সাঈদ (৪০)।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মির্জা আতিয়ার রহমান ও সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আসর বসিয়ে তাদের ফেনসিডিল সেবনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরালও হয়েছে। গভীর রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু জানান, মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগে সাঈদুর রহমান সাঈদকে কয়েক মাস আগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।