ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

কুসিক নির্বাচন: বৃষ্টি বিঘ্ন ঘটালো ভোটে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
কুসিক নির্বাচন: বৃষ্টি বিঘ্ন ঘটালো ভোটে

কুমিল্লা: উৎসবমুখর পরিবেশে চলছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ।  সকাল ৯টা ১০ মিনিট।

মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারে কানায় কানায় পরিপূর্ণ। এর একটু পরেই এলো বৃষ্টি এতে দিক-বিদিক ছোটা-ছুটি করতে লাগলো নারীরা।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কয়েকজন নারী জানান, সকাল সকাল ভোট দিয়ে বাড়ি চলে যাব ভেবেছি। কিন্তু বিপত্তিটা ঘটালো বৃষ্টি। তবে বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। বৃষ্টিতে ভিজেও কেন্দ্রটিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সবগুলো কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। কোনো কেন্দ্র থেকে অনিয়মের খবর এখনো আসেনি।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে সকাল সোয়া ৯টায় ভোট দিয়েছেন। সকাল ১০টার দিকে হুচ্চামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে বর্তমান মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর।

সকাল ৮টা থেকে শুরু হওয়া কুমিল্লা সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।  ২৭টি ওয়ার্ডের মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

কুসিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়। নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থী, ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।