ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
খালেদাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে: গণফোরাম

ঢাকা: গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মঙ্গলবার (১৪ জুন) এক বিবৃতিতে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।  

তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দুদিন আগে রাত ৩টায় পুনরায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সব সুব্যবস্থা করার অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।