ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ১৪, ২০২২
চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা মাজেদুর রহমান

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে মাজেদুর রহমান (৩০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  

সোমবার (১৩ জুন) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুণ্টি এলাকার আজিমুল রহমানের ছেলে।  

তিনি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।  এছাড়াও তিনি রাইসুল ইসলাম নামে এক ঠিকাদারির সহযোগী হিসেবে কাজ করছিলেন।  

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিনগত রাতে আমতলী বাজারে ৭/৮জন দুর্বৃত্ত মাজেদুর রহমানকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করে। এর মধ্যে ১টি মোটরসাইকেল নিহতের ও বাকি ৪টি হামলাকারীদের বলে প্রাথমিকভাবে জানতে পারি। একটি প্রাইভেটকারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে রাত থেকে পুলিশ অভিযান চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।