ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘২০ লাখ শিক্ষার্থীর পরীক্ষার সময় পরিবর্তন বিবেচনা প্রসূত নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
‘২০ লাখ শিক্ষার্থীর পরীক্ষার সময় পরিবর্তন বিবেচনা প্রসূত নয়’

ঢাকা: একটি সেতু উদ্বোধনের জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর পরীক্ষার তারিখ পরিবর্তনের সরকারের সিদ্ধান্তকে 'অবিবেচনাপ্রসূত' উল্লেখ করেছেন  স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান 'সাপ্তাহিক ছুটির' দিনে নির্ধারণ করলে পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রয়োজন হতো না।

এইটুকু বিবেচনাবোধ সরকারের নেই।

সোমবার (১৩জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এতে তিনি বলেন, আমাদের মতো দেশে একটি সেতুর উদ্বোধন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু জাতির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। সেতু উদ্বোধনকে ঘিরে অনাবশ্যক বর্ণাঢ্য অনুষ্ঠানের কারণে এসএসসি পরীক্ষা গুরুত্বহীন করায় প্রমাণ হয়েছে সরকার বা আওয়ামী লীগের কাছে  জনগণের অগ্রাধিকার নেই।
 
বিবৃতিতে সাবেক এই মন্ত্রী ও ডাকসু ভিপি আরও বলেন, পরীক্ষার তারিখ পরিবর্তনে লাখ লাখ ছাত্র-ছাত্রী বা তাদের অভিভাবকদেরর কাছে সরকার কোনো দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করেনি। এগুলো জনগণকে অসম্মানের শামিল। যা কারো কাছেই কাম্য নয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।