ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা রশিদুর কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ১১, ২০২২
যুবদল নেতা রশিদুর কারাগারে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশোকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১১ জুন) বিকেলে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত তাকে কারাগারে পাঠায়।

তার আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু বলেন, ফতুল্লার থানার একটি মামলায় পরোয়ানা মূলে রশিদুর রহমান রশোকে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে, গত ১০ জুন রাতে শহরের মাসদাইর এলাকার বাসার কাছ থেকে রশিদুরকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।