ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদলের কর্মসূচি স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ১১, ২০২২
যুবদলের কর্মসূচি স্থগিত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে জাতীয়তাবাদী যুবদলের পূর্বঘোষিত জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন মোবাইলে খুদে বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১০ জুন) যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছিল যুবদলের নবগঠিত কমিটির নেতারা শনিবার বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যুবদলের সঙ্গে যাওয়ার কথা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

শুক্রবার দিনগত রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ৩টা ২০ মিনিটে প্রফেসর ডা. শাহাবুদ্দীন তালুকদারের অধীনে তাকে সিসিইউতে (ক্রিটিকাল কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। এ কারণে যুবদলের কর্মসূচি স্থগিত করা হলো।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।