ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির বৈদেশিক সম্পর্কিত কমিটিতে আরও ৩ নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জুন ৯, ২০২২
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কমিটিতে আরও ৩ নেতা

ঢাকা: বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে নতুনভাবে তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির বৈদেশিক সম্পর্কিত কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুকে এ বিষয়ে অবহিত বিজ্ঞপ্তিতে বলা হয়- নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, আপনার নেতৃত্বাধীন ২১ সদস্য বিশিষ্ট বৈদেশিক সম্পর্ক কমিটিতে আরও তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- সাইদুর রহমান লিটন (বেলজিয়াম বিএনপি), ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম বিএনপি) ও আজম খান (কেপটাউন, দক্ষিণ আফ্রিকা-বিএনপি)।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।