ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ মহানগর মহিলা দলের কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ময়মনসিংহ মহানগর মহিলা দলের কমিটি ঘোষণা

ময়মনসিংহ: জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।  

এতে খালেদা আক্তারকে সভাপতি, ফারিয়া তাসনিম তিথিকে সাধারণ সম্পাদক ও মাহাবুবা খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 
এছাড়া এ কমিটিতে ইফরাত জাহান সেন্ড্রাকে সিনিয়র সহ-সভাপতি ও শান্তনা সরকার শেলিকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ কমিটি অনুমোদন করেন।  

সম্প্রতি একই দিনে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সম্মেলন করা হলেও অন্য দুই কমিটি এখনো ঘোষণা করা হয়নি।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।