ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপির গুমবিরোধী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
সাতক্ষীরায় বিএনপির গুমবিরোধী সমাবেশ

সাতক্ষীরা: সাতক্ষীরায় গুমবিরোধী সমাবেশ করেছে বিএনপি।

রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের ইটাগাছায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবাদুল হক, সদস্য সচিব সফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে। পরিবারগুলো এখনো তাদের প্রিয়জনের আশায় পথ চেয়ে আছে।

এ বিষয়ে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।