ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

অভিন্ন কর্মসূচিতে যুগপৎ আন্দোলন করতে হবে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
অভিন্ন কর্মসূচিতে যুগপৎ আন্দোলন করতে হবে: মান্না

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছি, কিন্তু দলে দলে মতপার্থক্য রয়েছে। এই কারণে বক্তৃতা যতই করি, একমঞ্চ হবে না।

তিনি বলেন, সরকারকে বিদায় করতে হলে বর্তমান বাস্তবতায় অভিন্ন কর্মসূচিতে যুগপৎ আন্দোলন করতে হবে। সে ক্ষেত্রে এরশাদবিরোধী আন্দোলনের মতো ৪/৫টি মঞ্চ হতে পারে। এ রকম জায়গায় যদি আসতে পারি, আমরা একসাথে এগিয়ে যেতে পারব, আন্দোলনও সফল হবে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে রাজমনি ঈশা খাঁ হোটেলে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) উদ্যোগে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন মান্না।

তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে এখনও ঐক্য হয়নি, তবে ঐক্য হচ্ছে। সেটা যাতে ভেঙে না যায়, সেজন্য বিতর্কিত কোনো কথা, কোনো স্লোগান, কোনো কাজ না করাই ভালো।

গণফোরামের একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, সরকারকে বিদায় করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে জনগণ মনে করবে, আমরা আন্দোলন আন্দোলন খেলা করছি।

তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকারকে বিদায় করে সুষ্ঠু নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে এবং মহাসচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিস, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, বিপিপির পারভীন নাসের খান ভাসানী, আতিকুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।