ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা, ইভা সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা, ইভা সম্পাদক

বাগেরহাট: অধ্যাপিকা শাহিদা আক্তারকে সভাপতি ও নার্গিস আক্তার ইভাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে।  

শুক্রবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই জেলা কমিটির অনুমোদন দেন।

১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই জেলা কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ন সম্পাদক, চারজন সাংগঠনিক সম্পাদক, ২ জন দপ্তর সম্পাদক, ২ জন প্রচার সম্পাদক একজন করে কোষাধক্ষ, শিক্ষা, আইন, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক, বন ও পরিবেশ, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য, নারী অধিকার, তথ্য ও গবেষণা, ত্রাণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রয়েছে। এছাড়া এই কমিটিতে ১১৫ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

নব গঠিত এই কমিটি আগামী দিনে সরকার পতনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাটের বিভিন্ন উপজেলা মহিলা দল ও বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতারা।

বাংলাদেশ  সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।