ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কোটচাঁদপুরে টোল আদায় নিয়ে সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
কোটচাঁদপুরে টোল আদায় নিয়ে সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ড থেকে টোল তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দু’জন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জীবন হোসেন (২৫) ও আক্তার হোসেন (২৭)। আহতরা হলেন- একই উপজেলার সোহাগ আলী
ও সাব্বির হোসেন।  

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দনী জানান, চৌগাছা বাসস্ট্যান্ডের কাঁচাবাজার থেকে টোল আদায়কে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সমর্থক আশরাফুল ইসলাম ও পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থক হাসানুজ্জামান ডনের মধ্যে বিরোধ চলছে। সকালে ডনের লোকজন টোল আদায় করতে গেলে আশরাফুলের সমর্থকরা বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জীবন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেন মারা যান। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।