ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘ডেপুটেশনে আসা কর্মকর্তাদের কারণে দুদকে তদন্ত থেমে আছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
‘ডেপুটেশনে আসা কর্মকর্তাদের কারণে দুদকে তদন্ত থেমে আছে’

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি সংবিধিবদ্ধ স্বাধীন প্রতিষ্ঠান হলেও ডেপুটেশনে আসা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে—এটা অনুচিত। এই অনুচিত কাজের জন্য অনেক জাতীয় স্পর্শকাতর তদন্ত থেমে আছে, আটকে যাচ্ছে—এটা ঠিক না।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ দুদক সচিবের কাছে জমা দিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, আজ আমরা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এখানে এসেছিলাম। আমরা বলেছি, এখন থেকে আমরা নিয়মিত আসবো। ওনাদের সাহায্য করবো, দায়বদ্ধতা থেকে ওনারা যাতে সাধারণ মানুষের কাছে পরিষ্কার থাকতে পারেন।

দুপুর পৌনে একটার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসে।

বিএনপি নেতাদের আসার খবরে দুদক কার্যালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।