ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনী উপজেলা আ.লীগের সভাপতি খোকন, সম্পাদক মুকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
গাংনী উপজেলা আ.লীগের সভাপতি খোকন, সম্পাদক মুকুল মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন (সভাপতি) ও মকলেছুর রহমান মুকুল (সাধারণ সম্পাদক)

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকলেছুর রহমান মুকুল।

 

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যার পর গাংনী হাইস্কুল মাঠে কেন্দ্রীয় নেতা বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উপস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হয়।  

কাউন্সিলে মোট ২২টি ভোটের মধ্যে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মকলেছুর রহমান ২২ ভোটই পান। তার অপর প্রতিদ্বন্দ্বিরা শূন্য হাতেই ফিরেছেন বাড়িতে।

গাংনী উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।