ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর সদর উপজেলা আ.লীগের সভাপতি চুন্নু, সম্পাদক মোমিনুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
মেহেরপুর সদর উপজেলা আ.লীগের সভাপতি চুন্নু, সম্পাদক মোমিনুল 

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বোরহান উদ্দীনকে সভাপতি ও মোমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।  

শনিবার (৯ এপ্রিল) দিনগত রাতে মেহেরপুর শিল্পকলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

২০২২-২৪ সাল পর্যন্ত এ কমিটির মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।

সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি গোলাম রসুল এবং বোরহান উদ্দীন চুন্নু সভাপতি প্রার্থী এবং শহিদুল ইসলাম পেরেশান ও মোমিনুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

এর আগের কমিটিতে সভাপতি ছিলেন গোলাম রসুল ও সাধারণ সম্পাদক ছিলেন বোরহান উদ্দীন চুন্নু।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।