ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ আজ সুসংগঠিত: প্রতিমন্ত্রী দোদুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ আজ সুসংগঠিত: প্রতিমন্ত্রী দোদুল

মেহেরপুর: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ সুসংগঠিত।

দলটি আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি ইউনিট সঠিক নেতৃত্বে উঠে আসবে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সমন্বয়ক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।

সম্মলেন উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সতর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন চুন্নু।  

সমাবেশ শেষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।